২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন ২০ গান নিয়ে আসছেন মনির খান

আপডেট :
মে ৩১, ২০২৫
477
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

বার্তাকক্ষ.প্রাপকনিউজ:
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। নতুন গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো ও টিভি লাইভে রয়েছে তার ব্যস্ততা। আওয়ামী সরকারের শাসনামলে কোণঠাসা ছিলেন এ শিল্পীসহ বিএনপিপন্থি একাধিক শিল্পী। দীর্ঘ ১৬ বছর কালো তালিকাভুক্ত করে রাখা হয়েছিল এসব শিল্পীদের। রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানেও তাদের দাওয়াত দেওয়া হতো না। গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তন হয়। পালিয়ে যান আওয়ামী নেত্রী শেখ হাসিনা।
এরপর থেকেই গানে ফের ব্যস্ত হয়ে পড়েন মনির খান সহ কোণঠাসা করে রাখা শিল্পীরা। তবে গত দেড় দশক দেশের স্টেজে বা টিভি আয়োজনে তেমন গান গাইতে দেখা না গেলেও দেশের বাইরে শো করেছেন মনির খান। পাশাপাশি নিজের দুইটি ইউটিউব চ্যানেলেও নিয়মিত গান প্রকাশ করে এসেছেন। এখনও নিজের চ্যানেলে নিয়মিত গাইছেন তিনি।
সম্প্রতি একটি টেলিভিশনের লাইভে অংশ নিয়ে মনির খান জানান, আরও ২০টি গান তার তৈরি করা রয়েছে। যা ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।
নতুন গান প্রসঙ্গে জানতে চাইলে মনির খান বলেন, ‘গান তো নিয়মিতই প্রকাশ করছি। তবে নতুন গান কবে আসবে, এমন প্রশ্ন করলে উত্তর দিতে খানিক অসুবিধা হয়। কারণ এখন অনলাইনের যুগ। যখন তখন চাইলেই গান প্রকাশ করা যায়। আমার হাতেও বিশটির অধিক গান রয়েছে। সময় বুঝে তা প্রকাশ করা হবে। যেমন এখন বৃষ্টির সময় , বৃষ্টির গান গাইব, বৈশাখের সময় বৈশাখী উৎসবের গান গাইছি। তেমনি সময় ও উৎসব বুঝেই নতুন গান প্রকাশ করছি। তাই কখন নতুন গান আসবে সেটা বলা যায় না। গান প্রতিনিয়ত করা হচ্ছে, সময় বুঝেই সেটি প্রকাশও করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘একটা সময় ছিল, যখন নতুন একটি গান বা এ্যালবাম প্রকাশ হলে শ্রোতারা অধিক আগ্রহ নিয়ে বসে থাকতেন। অনেক আয়োজন করে, প্রচার প্রচারণা করে সেগুলো প্রকাশ করা হত। কিন্তু এখন আর সেসময়টা নেই। প্রতিদিন নতুন নতুন গান শ্রোতারা পাচ্ছেন। এখন তো গান শোনার চাইতে দেখারও একটা বিষয় চলে এসেছে। তাই গানের সঙ্গে এখন আমাদের ভিডিও করতে হয়। কাজ বেড়ে গেছে বলা যায়।’

Leave a Reply

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram