২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিবি হারুনের নাম ভাঙিয়ে ৪টি মাইক্রোবাস আত্মসাতের অভিযোগে মামলা

আপডেট :
সেপ্টেম্বর ১৫, ২০২৫
83
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : আজিজুল হক 

নিজস্ব প্রতিবেদক.প্রাপকনিউজ
যশোর: জালিয়াতির মাধ্যমে ৪টি মাইক্রোবাস আত্মসাত অভিযোগে আজিজুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। ঢাকা চেম্বর অব কমার্সের সদস্য শাহীনুজ্জামান বাদী হয়ে এ মামলা করেছেন। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন ঝিকরগাছা থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।
আসামি আজিজুল কিশোরগঞ্জ ভৈরব থানার ঘোড়াকান্দা এলকার সিরাজুল হকের ছেলে ও ঢাকার মিরপুর পল্লবী ৮ নম্বর রোডের এ-ব্লকের ১২ নম্বর বাসার বাসিন্দা। আর বাদী শাহীনুজ্জামান ঢাকা চেম্বর অব কমার্সের সদস্য ও চুয়াডাঙ্গা জীবননগরের কোটপাড়ার নাজিম উদ্দিনের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, শাহীনুজ্জামান ফল ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী। ২০২২ সালে শাহীনুজ্জামানের কাছ থেকে ফল ক্রেতা হিসেবে আসামি আজিজুলের সাথে পরিচয়। আসামি আজিজুলের সাথে ব্যবসাকালিন সময়ে শাহীনুজ্জামান ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে ২৩ সালের জানুয়ারি মাসের মধ্যে আড়াই কোটি টাকা দিয়ে ৬টি রিকনডিশন মাইক্রোবাস ক্রয় এবং নিজ নামে রেজিস্ট্রেশন করেন। ২০২৩ সালের ৮ আগস্ট আসামি আজিজুল দুইটি মাইক্রোবাস ফেরত নেন।
আজিজুল হকের কাছে ড্রাগন বিক্রির ১৫ কোটি ৬৫ লাখ টাকা চাইলে তিনি তৎকালীন ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ঘোরাতে থাকেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে শাহীনুজ্জামান চুয়াডাঙ্গা আদালতে মামলা করেন। এ মামলা থেকে রক্ষা পেতে আজিজুল হক গত ৭ সেপ্টেম্বর শাহীনুজ্জামানকে একটি নোটিশ প্রদান করেন। নোটিশে শাহীনুজ্জামানের ক্রয়কৃত গাড়িগুলো জালিয়াতির মাধ্যেমে ভুয়া চুক্তিনামা তৈরী করে ভাড়ায় চালাতে দেয় হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনা নিয়ে গত ১২ সেপ্টেম্বর ঝিকরগাছার বিএম হাইস্কুল মাঠের সালিসে ফল বিক্রির টাকা ফেরত চাইলে আসামি আজিজুল হক তার বিক্রি করা গাড়িগুলোর ভাড়ায় চালানোর জাল চুক্তিপত্র দেখিয়ে ফেরত চান। শাহীনুজ্জামান বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে জালিয়াতির অভিযোগে আদালতে এ মামলা করেছেন।
এই বিষয়ে বাদীর আইনজীবী রুহিন বালুজ বলেন, ‘তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশীদের নাম ভাঙিয়ে বাদীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখন বিচারের দাবিতে বাদী আদালতে শরণাপন্ন হয়েছে।’

Leave a Reply

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram