২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ভালো বন্ধু হতে পারে ভালো অভিভাবক: যবিপ্রবি উপাচার্য

আপডেট :
আগস্ট ২৫, ২০২৫
186
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

নিজস্ব প্রতিবেদক,প্রাপকনিউজ
যশোর: নবীন শিক্ষার্থীদের ভালো বন্ধু নির্বাচনের আহ্বান জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেছেন, ‘সঠিক বন্ধু নির্বাচন জীবনে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো বন্ধু হতে পারে ভালো অভিভাবক। একজন অভিভাবক যেমন তার সন্তানের জীবনের পথ সহজ করতে পারে তেমনিভাবে একজন ভালো বন্ধু জীবনের পথকে সহজ করতে পারে, আর খারাপ বন্ধু বিপথগামী করতে পারে।’
সোমবার যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এসব কথা বলেন।

ওরিয়েন্টেশনের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপরে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ নেওয়া হয়। আজ জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন দুইটি পর্বে অনুষ্ঠিত হয় ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য আরও বলেন, যবিপ্রবি বর্তমানে টাইমস হায়ার র‌্যাংকিং এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে আছে, এ অবস্থান ধরে রাখতে এবং এখান থেকে বিশ্ব দরবারে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে তোমাদের সকলের সহযোগিতা কামনা করছি। তোমাদের মানবিক মানুষ হতে হবে। ভালো আচরণের মাধ্যমে তোমরা একটি সুন্দর সমাজ ও দেশ এই জাতিকে উপহার দিবে বলে আমি বিশ্বাস করি। বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি যোগাযোগ দক্ষতা তোমাদের বৃদ্ধি করতে হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনেক ক্লাব রয়েছে যেখান থেকে তোমরা যোগাযোগ দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্ব গুণাবলী শিখতে পারবে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হোসেন আল মামুন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরীন নিগার, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম।

এছাড়াও যবিপ্রবির দপ্তর প্রধানগণ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সমিতি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড. মো. সাব্বির হোসেন ও মো. শাহানুর রহমান।

Leave a Reply

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram