২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

যবিপ্রবিতে গবেষণা ও বাস্তবচর্চা বিকাশে জাতীয় ফার্মাসিউটিক্যাল সম্মেলন অনুষ্ঠিত

আপডেট :
জুলাই ১৯, ২০২৫
321
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : যবিপ্রবিতে গবেষণা ও বাস্তবচর্চা বিকাশে জাতীয় ফার্মাসিউটিক্যাল সম্মেলন অনুষ্ঠিত 

প্রতিনিধি, প্রাপকনিউজ, যবিপ্রবি: বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল গবেষণা ও পেশাগত অনুশীলনের মনোন্নয়নে, নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ তুলে ধরাসহ নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগ প্রথম ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে।
শনিবার সকাল সাড়ে ৯ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে “ন্যাশনাল ফার্মা কনফারেন্স অন ব্রিজিং রিসার্চ অ্যান্ড প্র্যাক্টিস” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির ফার্মেসি বিভাগ। কনফারেন্সে যবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, ফার্মাসিস্টদের কাজ শুধু ওষুধ তৈরি করা নয়। ফার্মাসিস্টদের কাজ স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে একজন অসুস্থ ব্যক্তির সুস্থ হওয়া পর্যন্ত। বিশ্বব্যাপী ফার্মাসিস্টরা রোগীর সুস্থ হওয়া থেকে শুরু করে তাদের যত্ন নেওয়া সবধরনের কাজের সাথে সংশ্লিষ্ঠ থাকে। তাহলে আমাদের দেশের জনগণ সঠিক সেবা পাবে। সরকার এ বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নিবে বলে আমি মনে করি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এধরনের কনফারেন্স থেকে তোমরা নতুন নতুন বিষয়ে জানতে পারবে। তোমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব তৈরি হবে। জ্ঞানের আদান প্রদানের মাধ্যমে ফার্মেসি বিষয়ে আরও জানবে। গবেষণার মাধ্যমে এই সেক্টরকে তোমরা বিশ্বের কাছে নতুন করে উপস্থাপন করবে বলে আমি মনে করি।
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, অধ্যাপক ড. মো. সেলিম রেজা। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুন, ঢাবির ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. এম. গোলাম সিদ্দিক। বক্তারা বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল গবেষণা ও পেশাগত অনুশীলনের মনোন্নয়নে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগসহ গবেষণালদ্ধ তথ্য স্লাইড আকারে তুলে ধরেন।

কনফারেন্সের প্রথম পর্ব শুরু হয় সকাল সাড়ে ৯ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। বেলা ১২ টায় শুরু হয় ওরাল প্রেজেন্টেশন। এরপর দুপুর ২ টায় শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। বিকেল ৪.৩০ মিনিটে কনফারেন্সে অংশগ্রহণকারী ও প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোছা. ফারজানা সুলতানা। অনুষ্ঠানে যবিপ্রবির ফার্মেসি বিভাগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মেহেরাব হোসাইন অপি, বিউটি রানী দে ও রাফিয়া তানজিম আফরিন।

 

Leave a Reply

১৩ comments on “যবিপ্রবিতে গবেষণা ও বাস্তবচর্চা বিকাশে জাতীয় ফার্মাসিউটিক্যাল সম্মেলন অনুষ্ঠিত”

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram