২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে জমজমাট ঢাকের লড়াই

আপডেট :
সেপ্টেম্বর ২০, ২০২৫
54
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : ঢাকিদের অংশ গ্রহণে শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের টাউন হল ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঢাকের লড়াই প্রতিযোগিতা। 

নিজস্ব প্রতিবেদক,প্রাপকনিউজ
যশোর: ঢাকের বাদ্য, কাশির বোল, দুর্গাপূজায় আনন্দের রোল। শারদীয় দুর্গাপূজা, ঢাকের বাদ্য আর কাশির বাজনা ছাড়া কল্পনাই করা যায় না। ঢাকিদের তালে তালে সুরের ঝংকার ছড়ায় মণ্ডপে মণ্ডপে। সেই ঢাকিদের অংশ গ্রহণে শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের টাউন হল ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঢাকের লড়াই প্রতিযোগিতা। এতে অংশ নেয় ২৫টি ঢাকি দল।
সনাতন ধর্ম সংঘ আয়োজিত প্রতিযোগিতা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে শুরুতে আগমনী সংগীতের সঙ্গে শিশুদের নৃত্য মুগ্ধ হন দর্শকেরা। পরে ঢাক আর কাসরের তালে তালে ঢাকিদের বাজনায় শুরু হয় জমজমাট লড়াই। ঢাকের তালে কোমর দোলে দোলে ঢাকিদের জমজমাট লড়াইয়ে বিমোহিত হয় দর্শক। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, এক সময়ে সবধর্মের মানুষের কাছে পরিচিত ছিলো ঢাক ও ঢাকি। আবহামানকাল থেকে ঢাকের ঐতিহ্য থাকলেও বর্তমান প্রজন্মের কাছে জৌলুশ হারিয়েছে। নতুন প্রজন্মের কাছে ঢাক ও ঢাকিদের তুলে ধরতে এই আয়োজন।
অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘যারা ধর্মের নামে সমাজে বিভেদ বা ফ্যাসাদ সৃষ্টি করে, তাদের সমাজ কখনো ক্ষমা করে না। সবার সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করাই সবচেয়ে বড় ধর্ম। ‘যার যা ধর্ম আছে, আমরা শান্তিপূর্ণভাবে পালন করতে দিতে চাই। একইভাবে যার যে সংস্কৃতি আছে, আমরা সেটির সঠিক মূল্যায়ন করতে চাই। সামনে শারদীয় দুর্গাপূজা এটা আপনাদের উৎসব, আপনাদের পূজা। পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। পূজাকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের আমরা কঠোরভাবে সতর্ক করছি। কোথাও কোনো বিশৃঙ্খলার তথ্য বা আশঙ্কা থাকলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব।’

যশোর সনাতন ধর্ম সংঘের সভাপতি অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, রাইটস্ যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, কবি ও সাংবাদিক অধ্যাপক মসিউল আযম, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অসীম কুণ্ড, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলোক কুমার ঘোষ এবং জেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অমল অধিকারী বক্তব্য রাখেন।

Leave a Reply

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram