২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে দুইদিনে চারশ’ হিন্দু নারীকে শাড়ি উপহার দিল জামায়াত

আপডেট :
সেপ্টেম্বর ১৯, ২০২৫
52
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

নিজস্ব প্রতিবেদক.প্রাপকনিউজ,
যশোর: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের চৌগাছা ও ঝিকরগাছায় প্রায় চারশ’ হিন্দু সম্প্রদায়ের নারীকে শাড়ি উপহার দিয়েছে জামায়াত ইসলামী। বৃহস্পতিবার ও শুক্রবার দুই উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে এ শাড়ি বিতরণ করা হয়।
শুক্রবার সকালে ঝিকরগাছার লাউজানি কমপ্লেক্সে শতাধিক শাড়ি বিতরণ করেন যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) আসনের জামায়াত মনোনীত প্রাথী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন, সকল ধর্মের মূল বাণী মানব সেবা। মানুষের সেবা করার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন সম্ভব। এই দেশটা সবার। জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ তাঁদের ধর্ম পালনের স্বাধীনতা পাবেন। আমরা সম্প্রীতির মানবিক বাংলাদেশ গড়তে চায়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম খান, ঝিকরগাছা পৌঁর আমীর মাওলানা আব্দুল হামিদ, ঝিকরগাছা ইউনিয়ন আমীর মাওলামা ইমদাদুল হক প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার বিকেলে চৌগাছায় জামায়াত ইসলামের উদ্যোগে তিন শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারীকে শাড়ি উপহার দেয়া হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহা, সিংহঝুলি শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র। সভা শেষে উপজেলার ১১টি ইউনিয়ন ও চৌগাছা পৌরসভার তিন শতাধিক নারীকে একটি করে শাড়ি উপহার দেয়া হয়।
চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ বলেন, এই শাড়ি আপনাদের কোন অনুদান হিসেবে দিচ্ছিনা। আমরা ভাই হিসেবে বোনেদের উপহার হিসেবে এই শাড়ি প্রদান করছি। আমাদের ক্ষুদ্র সাধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমরা সেটুকু করার চেষ্টা করেছি। ভবিষ্যতে জনগণ যদি জামায়াত ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসে তাহলে রাষ্ট্রীয়ভাবেও আমরা আপনাদের পাশে থাকবো।

Leave a Reply

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram