যশোর: দুর্নীতি মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভিসি ড. প্রফেসর আব্দুস সাত্তার (৬৮) অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। রক্তচাপ হচ্ছে— ২০০/৯৬।
সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কারাভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, এডিএম কমলেশ মজুমদার, কারা হাসপাতালের চিকিৎসক সাজ্জাদ হোসেন দ্রুত হাসপাতালে যান।
হাসপাতালে আনার পর জরুরি বিভাগে চিকিৎসক শাকিরুল ইসলাম ভিসিকে ‘সিভিডি’ রোগী হিসেবে ভর্তি করেন। তাকে সিটি স্ক্যান পরীক্ষা দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে তিনি কোন রোগে আক্রান্ত হয়েছেন। তবে হৃদরোগ বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসক।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বলেন, ড. সাত্তার কারাভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
purchase xifaxan price at walmart
buy xifaxan generic mastercard
buy cheap rifaximin cheap new zealand
ordering rifaximin australia online generic
comprar kamagra mexiko
přes přepážku kamagra alternativa