২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

লেবু বিক্রেতা শিক্ষক আ: লতিফের খোঁজ নিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

আপডেট :
সেপ্টেম্বর ২, ২০২৫
105
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : লেবু বিক্রেতা শিক্ষক আ: লতিফের খোঁজ নিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ 

নিজস্ব প্রতিবেদক.প্রাপকনিউজ
যশোর:যশোর শহরের প্রেসক্লাবের পাশে ফুটপাতে লেবু বিক্রেতা ৭৪ বছর বয়সী শিক্ষক আব্দুল লতিফের খোঁজ নিলেন শিক্ষক পুত্র ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সম্প্রতি সংবাদপত্রে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আব্দুল লতিফকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। যা ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নজরে আসে।
সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরের পাশে মুজিব সড়কের ফুটপাতে বসে লেবু বিক্রিরত আব্দুল লতিফের কাছে যান। তার সাথে কথা বলেন, শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। আব্দুল লতিফ চোখের সমস্যায় ভুগছেন জানালে চোখের অপারেশন করে দেয়ার প্রস্তাব দেন ডা. ফরিদ। এসময় আব্দুল লতিফ ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে জড়িয়ে ধরেন। ধন্যবাদ জানিয়ে বলেন, অপারেশনের টাকা ম্যানেজ হয়েছে। আপনি আমার কাছে এসেছেন এতেই আমি অনেক খুশি। আপনার পিতা যশোর এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শরীফ হোসেনকে আমি চিনি। তিনি ভাল মানুষ ছিলেন।
এসময় আব্দুল লতিফকে আর্থিক সহায়তা তুলে দেন ডা. ফরিদ। এছাড়া পরবর্তিতে তার যে কোনো ধরনের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, আবদুল লতিফ সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩৮ বছর শিক্ষকতা করে অবসরে যান। জীবনসায়াহ্নে এসে একটু স্বাচ্ছন্দ্যে চলার জন্য তিনি গত এক বছর পথে ধারে বসে লেবু বিক্রি করেন। তবে এ নিয়ে আক্ষেপ নেই তাঁর। বরং তিনি মনে করেন, কোনো কাজই ছোট নয়।

Leave a Reply

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram