‘শিক্ষক জাতির প্রকৃত স্থপতি’

যবিপ্রবিতে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক.প্রাপকনিউজ,যশোর: উচ্চশিক্ষার জন্য বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গমনকারী এবং উচ্চশিক্ষা শেষে পুনরায় কর্মস্থলে যোগদানকৃত শিক্ষকবৃন্দকে সম্মান জানাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ হয়েছে।
রোববার দুপুরে যবিপ্রবির টিএসসি ভবনের চতুর্থ তলায় শুভেচ্ছা ও সংবর্ধনা- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, শিক্ষকরা জাতির প্রকৃত স্থপতি। তাঁদের উচ্চশিক্ষায় গমন এবং উচ্চতর জ্ঞান অর্জন আমাদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে। আজকের অনুষ্ঠান তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতার এক ক্ষুদ্র প্রকাশ। শিক্ষকদের গবেষণালদ্ধ জ্ঞান এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় আরও এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে উচ্চশিক্ষায় গমনকারী শিক্ষকবৃন্দ এবং উচ্চশিক্ষা শেষে পুনরায় কর্মস্থলে যোগদানকৃত শিক্ষকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। একইসাথে উচ্চশিক্ষা শেষে ফিরে আসা শিক্ষকদের অভিজ্ঞতা ও উচ্চশিক্ষায় গমনকারী শিক্ষকদের অনুভূতি প্রকাশে সুযোগ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
Leave a Reply
You must be logged in to post a comment.
order xifaxan cheap real
purchase xifaxan low cost
how to order rifaximin canada no prescription
purchase rifaximin generic india
acheter du kamagra en pharmacie sans ordonnance
kamagra online konzultace