২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি মাধ্যমিক শিক্ষকদের এন্ট্রি পদ ৯ম গ্রেডের দাবিতে যশোরে মানববন্ধন

আপডেট :
আগস্ট ২০, ২০২৫
192
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেডের দাবিতে যশোরে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক,প্রাপকনিউজ

যশোর: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রি পদ ৯ম গ্রেড ধরে চার স্তরের একাডেমিক পদ সোপানের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে যশোর জিলা স্কুল ও যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
বৈষম্যের চিত্র তুলে ধরে মানববন্ধনে বক্তারা বলেন, চরম বৈষম্যের শিকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পদটি। এই বৈষম্য নিরসনে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পদটিকে গেজেটেড মর্যাদা অথ্যাৎ ৯ গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছি। মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মানবন্ধন করছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক গাজী আজিজুর রহমান, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরে আলম সিদ্দিকী, যশোর জিলা স্কুলের সহকারূ শিক্ষক মহিউদ্দিন আহমেদ, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram